মু: মন্জুর মোর্শেদ, বাউফল, পটুয়াখালী:
একটি আয়রন ব্রিজের ঝুলন্ত ভীমের সাথে
বাল্কহেডের ধাক্কা লেগে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে সাকিব হোসেন(২৩) নামের এক
বালুকাটা শ্রমিকের। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে বাউফল উপজেলার কাছিপাড়া
ইউনিয়নের মিয়ার খালের এ ঘটনা ঘটেছে। নিহত সাকিবের বাবার নাম কবির হোসেন। তার বাড়ি
একই উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ওই বাল্কহেটের আরেক শ্রমিক জাহিদুল গাজী জানান, তারা দেওপাশা বাজারের
বালু ফেলে যাওয়ার পথে কাছিপাড়া মিয়ারখালের ব্রিজের কাছে গিয়ে অতিজোয়ারের চাপে
বাল্কহেটটি নিয়ন্ত্র হারিয়ে ব্রিজের ঝুলন্ত ভীমের সাথে গিয়ে ধাক্কা লাগে এতে সাকিবের মাথা
শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জাহিদুলের বাড়ি পটুয়াখালীর ছোটবিঘাই গ্রামে। তার বাবার নাম
হাবিব গাজী। বাল্কহেটের মালিকের নাম মিজানুর রহমান । তারা বাল্কহেটটি ভাড়ায় এনে বালু
কাটেন।
খবর শুনে বাউফল থানার এসআই সোহেল ও কালাইয়া নৌঁফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন।
বাউফল থানার ওসি (তদন্ত) আকিুল ইসলাম ঘনার সত্যতা স্বীকার করে বলেন, “ লাশ উদ্ধারের
জন্য ঘটনাস্থলে বাউফল থানার পুলিশ ও কালাইয়া নৌঁফাড়িরর পুলিশ অবস্থা করছে। অভিযোগের
ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
মু: মন্জুর মোর্শেদ
বাউফল (পটুয়াখালী) করেসপন্ডেন্ট
আরও পড়ুন
দেশ ও জনগণের সেবায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান
খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে দুই গ্রুপের সংঘর্ষ
বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন