জেলা প্রতিনিধি, পটুয়াখালী (বাউফল) :
পটুয়াখালীর বাউফলে একটি ট্রলার থেকে ১৫ মন জাটকা ইলিশ জব্দ ও ৮ জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশের একটি যৌথ টিম। গত রবিবার সকালে তেঁতুলিয়া নদীর লাল চর এলাকা থেকে ওই মাছ জব্দ এবং জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন রাজু গাজী (২০), মো. মহসিন (১৮), মো. পারভেজ (১৮), মো. শামীম (১৮), মো. জাফর (৩০), জামাল উদ্দিন (৩৫), জামাল হাওলাদার (২৮), ও মো. বাসেদ (৫৫)। এরা সকলেই ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার বাসিন্দা।
বাউফল উপজেলা মতস্য কর্মকর্তা মাহবুব আলম ঝন্ডা জানান, শনিবার রাতেনৌ পুলিশ ও মৎস্য দপ্তরের অবৈধ জাল ও জাটকা বিরোধী যৌথ অভিযানের সময় উক্ত মাছ জব্দ ও জেলেদের আটক করে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। সেখানে রোববার দুপুর ০১ টার দিকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট বায়েজেদুর রহমান আটক জেলেদের প্রত্যেককে ৫হাজার টাকা জরিমানা করে মুক্তি দেন। পরে জব্দকৃত মাছগুলো এলাকার বিভিন্ন এতিমখানা ও দুস্থ্য পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
আরও পড়ুন
টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১৭ কিশোর পেল বাইসাইকেল
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা