January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 3rd, 2022, 7:35 pm

বাগদান সারলেন ‘গোপী বৌমা’ খ্যাত দেবলীনা

অনলাইন ডেস্ক :

প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ‘গোপী বৌমা’ খ্যাত ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। তার হবু বরের নাম বিশাল সিং। গত বুধবার দেবলীনার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন বিশাল সিং। তাতে দেখা যায়, দেবলীনা তার আংটি বিশেষভাবে প্রদর্শন করছেন। ক্যাপশনে লিখেন, ‘এটি আনুষ্ঠানিক।’ সঙ্গে পোস্ট করেছেন লাভ ইমোজি। এরপর বিশাল লিখেন, ‘দেবলীনা তোমাকে ভালোবাসি।’ এ পোস্টে মন্তব্য করে নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন দেবলীনা। ‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিকে কাজ করতে গিয়ে বিশালের সঙ্গে পরিচয় হয় দেবলীনার। এতে ‘গোপী বৌমা’ চরিত্রে অভিনয় করেন তিনি। তারপর থেকে চুটিয়ে প্রেম করছেন দেবলীনা-বিশাল। কিন্তু এতদিন তা আড়ালেই ছিল। এ নিয়ে নানা গুঞ্জন উড়লেও দু’জনেই মুখে কুলুপ এঁটেছিলেন। অবশেষে পরিণয় পেতে যাচ্ছে এ জুটির সম্পর্ক। বিগ বসের সর্বশেষ আসরের আলোচিত প্রতিযোগী ছিলেন দেবলীনা। গত মাসের শুরুর দিকে পোল টাস্কে মুখোমুখি হয়েছিলেন দেবলীনা-রাশমি। এই টাস্ক জয়ের জেদ তাদের এতটাই ছিল যে, টানা ১৯ ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে থাকেন দেবলীনা। পরিস্থিতি এমনই পৌঁছায় যে, নিজের প্যান্টে প্র¯্রাব করে দেন; তবু হাল ছাড়েননি আসামের এই বাঙালি অভিনেত্রী। কিন্তু সেই টাস্কই কাল হয় দেবলীনার। কারণ তার পায়ের নার্ভ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য গত ৩১ জানুয়ারি তার অস্ত্রোপচার হয়েছে।