January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 13th, 2022, 7:41 pm

বাগানবাজারে কৃষি বিভাগের উদ্যোগে কৃষকে-কৃষকে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, রামগড় :
রামগড়ের পার্শ্ববর্তী ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের চিকনেরখিল গ্রামে কৃষকে-কৃষকে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় ফটিকছড়ি উপজেলা কৃষি
সম্প্রসারণ বিভাগের উদ্যোগে শনিবার (১২ র্মাচ) অভিনব এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেয়া ফটিকছড়ির বিভিন্ন এলাকার কৃষকগ্রুপ রুপাই ভ্যালি এগ্রো ফার্মছাড়াও রামগড় হর্টিকালচার সেন্টারও পরিদর্শন করেন। কৃষকরা প্রথমে
রুপাই ভ্যালী এগ্রো ফার্মের বিশালায়তনের সবজি খেত পরিদর্শন করেন। তারা একে অপরের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন। দূর দূরান্ত থেকে আসা কৃষকরা মাঠে মাঠে ঘুরে দেখেন , আধুনিক প্রযুক্তিতে চাষাবাদের বিভিন্ন কলাকৌশল হাতেকলমে শিখেন
এবং একে অপরের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো: নাসির উদ্দীন চৌধুরী বলেন, কীটনাশকমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তারই অংশ হিসেবে কৃষক টু কৃষক এক্সচেঞ্জ ভিজিট কার্যক্রম। কীটনাশক ছাড়া কিভাবে জৈব পদ্ধতিতে বালাই দমন করে ভাল ও নিরাপদ ফসল উৎপাদন করা যায় সেটাই কৃষকদের হাতেকলমে শিখানো হয় এ অনুষ্ঠানে ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফটিকছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন কান্তি পাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন দেবনাথ, হারুন-অর-রশিদ, মোহাম্মদ হেলাল, স্বপন দেবনাথসহ অন্যান্য কর্মকর্তা
উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাগান বাজারের শিক্ষিত দুই তরুণ উদ্যোক্তার পরিশ্রমে চিকনেরখিল গ্রামে গড়ে ওঠা  রুপাই  ভ্যালি এগ্রো ফার্ম জাতীয় সবজি মেলা ২০২২ এ সেরা সবজি উৎপাদনকারী কৃষক ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে।