July 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 23rd, 2025, 4:42 pm

বাগেরহাটে একটি নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ।

বাগেরহাটে অবৈধভাবে দিনমজুরের সম্পত্তি দখলের চেষ্টা এবং তাকে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে সংবাদ কর্মীদের কাছে এসব অভিযোগ করেন বাগেরহাট জেলা সদরের রণবিজয়পুর এলাকার আব্বাস খান এর পুত্র শহীদ খান। অভিযুক্ত আনোয়ার হোসেন একই এলাকার আফসার শেখ এর পুত্র। অভিযোগে জানা গেছে, দিনমজুর শহীদ খান অনেক কষ্ট করে দীর্ঘদিন ধরে টাকা জমিয়ে তার স্ত্রী রাবেয়া বেগমের নামে রনবিজয়পুর মৌজায় দুইটি দলিলে মোট ২৩•৭৫ শতক জমি ক্রয় করে। জমির মালিক মৃত আবু তৈয়ব আজিজুর রহমানের কন্যা সাদিয়া আফরিন, নাদিয়া শারমিন এবং তার স্ত্রী সৈয়দা তৈয়বা বেগম। যারা বর্তমানে ঢাকায় বসবাস করে।

পার্শ্ববর্তী জমির মালিক আনোয়ার হোসেন ওই জমি দীর্ঘদিন যাবত তার নিজের জমি বলে দাবি করে আসছিল। সে তাদের পিতার কাছ থেকে আম মোক্তার নামার মাধ্যমে জমির মালিক বলে দাবি করে। জমি নিয়ে বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় উভয় পক্ষের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু আনোয়ার হোসেন জমির স্বপক্ষে কাগজ দেখাতে ব্যর্থ হন। অবশেষে জমির প্রকৃত মালিক সাদিয়া আফরিন, নাদিয়া শারমিন এবং সৈয়দা তৈয়বা বেগম শহিদ খানের স্ত্রী রাবেয়া বেগমের নামে কবলামূলে দলিল করিয়া দেন।আনোয়ার হোসেন এই জমির বিষয়ে স্থানীয় গণ্যমান্য, সাবেক ইউপি চেয়ারম্যান, পুলিশ প্রশাসন এবং সর্বশেষ বাংলাদেশ সেনাবাহিনীর নিকট অভিযোগ দায়ের করেন। কাগজপত্র পর্যালোচনা করে সকলেই জমি রাবেয়া বেগমের বলে সিদ্ধান্ত প্রদান করেন। তারপরেও থেমে নেই হুমকি ধামকি এবং হয়রানি। শহিদ খান অভিযোগ করে বলেন বহিরাগতদের নিয়ে এসে জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে। এই জমি থেকে তাদের চলে যেতে বলা হচ্ছে। আমি আমার জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।

স্থানীয় শহীদুল্লাহ, ইউনুস গাছি, ইসহাক ফকির, শিউলি আক্তার, সাবিনা আক্তার, জোহরা বেগম, শেখ হাবিবুর রহমান সহ অনেকে বলেন, জমি ক্রয়ের পর থেকে শহীদ খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ ও সেনাবাহিনী ডেকে হয়রানি করা হচ্ছে। আনোয়ার হোসেন বাগেরহাটের নিউ বসুন্ধরা কোম্পানির একজন দালাল। ডাবল প্রোফিট দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে বছরের পর বছর ধরে মূল টাকাও টাকা ফেরত দিতে পারছে না। সে জাল দলিল করে জমি দখল করতে চাই। সে একজন প্রতারক। আমরা তার বিচার দাবি করছি।

জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, শহীদ খান যে জমি দখল করেছে ওই জমি আমার। সাদিয়া আফরিন, নাদিয়া শারমিনের বাবা এবং সৈয়দা তৈয়বা বেগমের স্বামীর নিকট হইতে আমমোক্তারনামার মাধ্যমে মালিকানা পেয়েছি। তারা জাল জালিয়াতির মাধ্যমে কবলা করেছে। এই জমি নিয়ে আদালতে মামলা রয়েছে।

 

মাসুম বিল্লাহ ইমরান

খুলনা ব্যুরো