বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় ইঞ্জিনচালিত ভ্যানের ৩ আরোহী নিহত ও ১ জন আহত হয়েছেন।
শনিবার সকাল পৌনে ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট জেলার রামপাল উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ভ্যানটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেছে।
ঘটনাস্থলে ১ জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা যান। আহত ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- বাগেরহাট জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকার রেজ্জাক মোড়লের ছেলে সাঈদ মোড়ল, একই এলাকার এখলাস মোড়লের ছেলে আজাদ মোড়ল এবং একই উপজেলার গাববুনিয়া কুমলাই গ্রামের মকবুল মল্লিকের ছেলে মোহাম্মদ মনি মল্লিক।
দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করে এবং ট্রাকের চালক সাফায়েত হোসেনকে (১৯) আটক করেছে। সায়ায়েত হোসেনর বাড়ি যশোর জেলার চৌগাছা এলাকায়।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ বলেন, খুলনাগামী একটি ট্রাক রামপালের চেয়ারম্যানের মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে ১ জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা যান। পুলিশ নিহত ৩ জনের লাশ উদ্ধার করেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
—–ইউএনবি
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ