বাগেরহাট সদর উপজেলায় ট্রাকচাপায় দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের উপজেলার বৈটপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুরগামী ট্রাকটি যাত্রীবাহী রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে একজন মারা যান এবং আরেকজন আহত হন।
এছাড়া রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আরেকটি অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয় ট্রাকটি এবং এতে সেটি খাদে পড়ে আরও তিনজন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান।
পুলিশ ট্রাকটি জব্দ করতে পারলেও এর চালক ও সহযোগীকে আটক করতে পারেনি। তাদের আটক করতে পুলিশ চেষ্টা করছে বলেও জানান ওসি।
–ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন