বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকায় ট্রাকের ধাক্কায় নছিমন চালক নিহত এবং দুজন আহত হন। এই সময় নছিমনে থাকা পাঁচটি গরু মারা যায়। শুক্রবার সকালে বাগেরহাট-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নছিমন চালক ফজর আলী শেখ (২৫) উপজেলার বারাশিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
আহতরা হলেন-চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের গরু ব্যাপারী আব্দুল হক সরদার (৬০) এবং তার ছেলে শাহাদাৎ সরদার (২৪)।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আলীমুজ্জামান জানান, শক্রবার সকালে বাবা-ছেলে চিতলমারী থেকে ওই নছিমনে গরু নিয়ে বিক্রির জন্যফকিরহাটের বেতাগা পশুর হাটে যাচ্ছিল। পথে নছিমনটি পাগলা-শ্যামনগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গরুবোঝাই নছিমনটি রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলে নছিমনের চালক ও পাঁচটি গরু মারা যায়। দুর্ঘটনায় আহত বাবা-ছেলেকে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি