বাগেরহাটে ঠান্ডাজনিত রোগে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তাদের মধ্যে সর্দি,কাশি, শ্বাসকষ্ট ও জ্বরসহ নানা রোগ দেখা দিয়েছে। নবজাতক থেকে শুরু করে পাঁচ বছর বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে।
জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু রোগীদের ভিড় বাড়ছে। বাগেরহাট সদর হাসপাতাল এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বর্হি বিভাগে প্রতিদিন শতাধিক রোগীর ভিড় লক্ষ্য করা গেছে।
শিশুদের স্বজনরা বলছে, শ্বাসকষ্ট, সর্দি, কাশি আর সেই সঙ্গে জ্বরে ভুগছে শিশুরা।
বাগেরহাট সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক খান শিহান মাহমুদ জানান, ঠান্ডাজনিত কারণে প্রতিদিন হাসপাতালের বর্হি বিভাগে শতাধিক শিশু হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসছে। সর্দি-কাশি আর শ্বাসকষ্ট নিয়ে শিশুরা বেশি আসছে। শিশুদের ঠান্ডা-কাশি দেখা দিলে চিকিৎসা নেয়ার পরামর্শ দিলেন তিনি।
অপরদিকে, বাগেরহাটে বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ঝরেছে। এতে অসহায় দরিদ্র আর ছিন্নমূল মানুষ কষ্টে বেড়েছে। শীতের কারণে দিনমজুর মানুষ ঠিকমতো কাজে যেতে পারছেনা।
—ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন