বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বেরবোয়ালিয়া এলাকায় প্রাইভেটকারের চাপায় পথচারী এক নারী নিহত হয়েছেন।রবিবার সকাল ১০টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রানী বেগম (৬৫) উপজেলার বেরবোয়ালিয়া গ্রামের নওশের আলীর স্ত্রী।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শেখ আবুল হাসান জানান, খুলনা-মাওয়া মহাসড়কে বেরবোয়ালিয়া এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকার পথচারী রানী বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
—ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত