বাগেরহাটের ফকিরহাটে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে নারীসহ দুজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের নাম মনির মল্লিক (২৪)।
বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ শেখ আবুল হাসান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস উপজেলার পালেরহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে নারীসহ দুজন নিহত হন। এঘটনায় আহত ১০ জনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, নিহতদেরকে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রস্তুতি চলছে।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন জানান,সড়কে দুর্ঘটনা রোধে বেশ কয়েকদিন ধরে সড়কে অভিযান চালানো হচ্ছে। চালকদের যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে রাখার জন্য পরামর্শ দেয়া পরেও চালকরা দ্রুত গতিতে যানবাহন চালাচ্ছে।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন