January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 27th, 2023, 8:07 pm

বাঙালি অভিনেত্রীর সঙ্গে পার্টিতে আরিয়ান

অনলাইন ডেস্ক :

বলিউড তারকাদের সন্তানদের নিয়ে আগ্রহের শেষ নেই। ভক্ত অনুরাগীদের পাশাপাশি পাপারাৎজিরাও তারকা সন্তানের দিকে ক্যামেরা তাক করে রাখেন। এদের মধ্যে সবচেয়ে বেশি লাইমলাইটে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। আরিয়ানকে নিয়ে বলিউডের বাতাসে কানাঘুষাও কম নেই। বেশির ভাগ সময় বন্ধুবান্ধব নিয়ে পার্টি করে সময় কাটান আরিয়ান। প্রায় নাম জড়ায় বিভিন্ন মডেলদের সাথেও। কিছুদিন আগে এক পাকিস্তানি মডেলের সাথে সম্পর্কের গুঞ্জন ওঠে আরিয়ানের। এরপর নাম উঠে নোরা ফাতেহির সাথেও। এবার এক বাঙালি অভিনেত্রীর সাথে নাম উঠেছে আরিয়ান খানের। সম্প্রতি একটি পার্টির ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে আরিয়ানকে একজন বাঙালি অভিনেত্রীর সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। অভিনেত্রীর নাম নাইরা বন্দ্যোপাধ্যায়। গত শনিবার রাতে একসঙ্গে পার্টিতে হাজির ছিলেন দুজন। ছোটপর্দার অভিনেত্রী নাইরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্টিতে বেশ ঘনিষ্ঠভাবেই দেখা গেছে শাহরুখপুত্রকে। নাইরা নিজেই ভিডিওটি পোষ্ট করেছেন ইনস্টাগ্রামে। আরিয়ানের কল্যাণেসেই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। এতেই নেটিজেনরা প্রশ্ন তুলছেন, হটাৎ বাঙালি অভিনেত্রীর সঙ্গে এত ঘনিষ্ঠ আরিয়ান! শুধুই বন্ধুত্ব, নাকি অন্যকিছু? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বেশিরভাগ মন্তব্যে। নাইরা ছাড়াও সেই পার্টিতে হাজির ছিলেন রশ্মি ওয়ালিয়া। ভিডিওটি পোস্ট করে আরিয়ানকে শুভেচ্ছা জানান নাইরা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে শাহরুখপুত্র কোনো মন্তব্য করেননি। বরাবরের মতোই নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করেন না আরিয়ান। আড়ালেই থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও। শাহরুখপুত্র আরিয়ান খান শীঘ্রই বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। একটি ওয়েব সিরিজের লেখক হিসেবে নিজের প্রথম কাজ করছেন তিনি। স্ক্রিপ্ট লেখাও শেষ করেছেন। বাবার প্রোডাকশন হাউজ ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ এর ব্যানারে নির্মিত হতে যাওয়া সিরিজটির পরিচালনাও করবেন আরিয়ান। সিরিজটির নির্মাণ কাজ এ বছর শুরু হতে যাচ্ছে। সূত্র : জি নিউজ