আব্দুর রহমান মিন্টু, রংপুর:
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম বলেছেন, বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার দেখানো স্বপ্ন বর্তমান সমাজে প্রতিফলিত হচ্ছে। বেগম রোকেয়া ছিলেন বাংলার নারী সমাজের উন্নয়ন ও শিক্ষা আন্দোলনের অগ্রদূত। সোমবার (৯ই ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্র অডিটোরিয়ামে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাপতি আরও বলেন, এক সময়ে নারীদের ঘরবন্দি জীবন তাঁদেরকে বাইরের জগতের জ্ঞানার্জন থেকে বঞ্চিত করেছিল। নারীরা নিজেদের সচেতন করার সুযোগও পায়নি। বেগম রোকেয়ার সমাজ সংস্কারমূলক কার্যক্রম নারীদের সচেতন করতে অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি নারীশিক্ষা, সামাজিক অধিকার এবং নারীর ক্ষমতায়নের পক্ষে শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন। বেগম রোকেয়ার লিখনী প্রসঙ্গে তিনি বলেন, নারীদের সচেতন করতে ও সমাজে তাঁদের অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার রচনাসমূহ কার্যকরী ভূমিকা পালন করছে। বেগম রোকেয়ার দেখানো পথ অনুসরণ করে বর্তমান সমাজের অনেক নারীই সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হচ্ছেন।
তিনি নারীদের বেগম রোকেয়ার আর্দশে উদ্বুদ্ধ হয়ে নিজেদের প্রতিষ্ঠা করার আহ্বান জানান। পরে জেলা প্রশাসন তিনি দিনব্যাপী মেলার উদোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। বিকেলে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। আরও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ তালেবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ শাওন মিয়া, সচেতন নাগরিক কমিটির সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য প্রমুখ।
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
শীতে শিশুদের সুস্থ রাখবে যেসব খাবার