মুরাদনগর( কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে টনকী ইউনিয়ন ও আন্দিকোট ইউনিয়নে জন সমাবেশ করা হয়েছে। শনিবার (২০সেপ্টেম্বর) বিকেলে দুই ইউনিয়নে পৃথক স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। টনকী বাজারের পশ্চিম পাশে বালুর মাঠে কাজী আলমগীর হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ গোলাম কিবরিয়া সরকার। বিশেষ অতিথি হিসেবে, আব্দুল রাজ্জাক রাজন, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া, এডভোকেট তাহমিনা বেগম, পারবেজ খোরশেদ শাওন,
উপস্থাপন করেন খায়রুল বাশার শাওন। অপরদিকে আন্দিকোট ইউনিয়নের হায়দারাবাদ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সৈয়দ নাসিম আহাম্মেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এম এ জাহের মুন্সী, মুরাদনগর উপজেলা এনসিপি আহবায়ক মিনহাজুল হক, সার্চ কমিটির সদস্য মোঃ এনামুল আলম এনাম, সফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক কামরুল হাসান কেনাল, মোঃ কবির হোসেন, আন্দিকোট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, সিরাজুল ইসলাম মাস্টার, ইকবাল বাহার, হাজী দুলাল মিয়া, সাইফুল ইসলাম, মোঃ ফরিদ মিয়া, খায়ের মেম্বার, মোঃ মন মিয়া মেম্বার , গোলাম মোস্তফা, বাদল মিয়া, আরিফুল ইসলাম, আক্তার হোসেন প্রমুখ। মোঃ রুহুল আমিন রাব্বানীর সঞ্চালনায় এছাড়াও সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত