January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 10th, 2022, 8:46 pm

শ্রীমঙ্গলে বাচ্চাসহ বাদামি বানর উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার;

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাচ্চাসহ একটি বাদামি বানর উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ অস্টোবর) বিকেল বেলা শহরের পৌর এলাকার পোস্ট অফিস রোডে একটি কাপড়ের দোকান থেকে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন বাচ্চাসহ বাদামি মা বাদরটিকে উদ্ধার করে।বন্যপ্রণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বিকেল বেলা পোস্ট অফিস রোডে গন্ধেশ্বরী বস্ত্রালয়ের মালিক বাসু দেব পাল বানরটি বাচ্চাসহ তার দোকানে প্রবেশ করেছে বলে ফোন করে জানান, খবর পেয়ে বন বিভাগের সদস্যসহ তিনি কাপড়ের দোকান থেকে একটি ছোট বাচ্চাসহ বাদামি রঙের মা বানরটিকে উদ্ধার করেন।

সজল দেব আরো জানান, উদ্ধার করা বাচ্চাসহ বানরটিকে বন বিভাগের সহযোগিতায় আগামীকাল লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।