October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 3rd, 2025, 7:00 pm

বাচ্চা নিয়ে সেঞ্চুরির ইচ্ছা পরীমনির

 

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি এবার এসেছেন পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দশম পর্বে। প্রায় ১০০ মিনিটের এ পর্বে তিনি ব্যক্তিগত ও পেশাজীবনের নানা অজানা অভিজ্ঞতা তুলে ধরেছেন।

নিজেকে আগের চেয়ে অনেক বেশি পরিণত দাবি করে পরীমনি বলেন, এখন তিনি ভেবেচিন্তে কাজ করেন। নিজের এই পরিবর্তনের জন্য তিনি সন্তানদের কৃতিত্ব দেন। অভিনেত্রীর ভাষায়, ‘এতদিন আমার কোনো সঞ্চয় ছিল না। কিন্তু এখন মাসে মাসে বাচ্চাদের জন্য সঞ্চয় করি। আমার যদি দুই টাকাও আয় হয়, সেটা যেন ওরা বড় হয়ে ভোগ করতে পারে।’

পডকাস্টে মজা করে তিনি আরও বলেন, ‘আমি এখন পুণ্য ও প্রিয়মের মা। তবে চাই আরও ৯৮টি বাচ্চার মা হতে। মোট ১০০ সন্তান নিয়ে ওদের সঠিকভাবে মানুষ করতে চাই। আল্লাহ আমাদের বড়লোক করুক, যাতে সন্তানদের মানুষের মতো মানুষ করে তুলতে পারি। কারণ এ যুগে সন্তানদের বড় করার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন হয়। ব্যক্তি পরীমনি বা নায়িকা পরীমনি ব্যর্থ হতে পারে, তবে মা হিসেবে আমি ব্যর্থ হব না।’

কথোপকথনের একপর্যায়ে তিনি জানান, সিনেমায় আসার আগে নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন। কিন্তু সেখানে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, লজ্জায় পালিয়ে যান এবং আর কখনো সেই স্কুলে ফেরেননি।

এনএনবাংলা/