December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 23rd, 2023, 3:34 pm

বাজারে হায়ার এনেছে গুগল টেলিভিশন

অনলাইন ডেস্ক :

হায়ার তাদের নতুন P7 HQLED 4K Google TV উদ্বোধন করেছে। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন টেলিভিশন। এতে রয়েছে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল, ডলবি ভিশন ও অ্যাটমোস, দশ হাজারেরও বেশি অ্যাপ সহ Google TV OS এবং আরও অনেক আধুনিক সুযোগ-সুবিধা। P7 সিরিজটি ৪৩” থেকে ৭৫” পর্যন্ত পাঁচটি ভিন্ন সাইজে পাওয়া যাবে, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।

সম্প্রতি টেলিভিশন কি বাজারে উন্মুক্ত করা হয়েছে। একই সাথে হোম এপ্লায়েন্স প্রোডাক্টের জন্য খ্যাতিমান আন্তর্জাতিক কোম্পানি হায়ার ঢাকার দক্ষিণ বাসাবোতে উদ্বোধন করেছে নতুন একটি শো-রুম।

উদ্বোধন অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং জিয়াংজিং এবং সেলস অপারেশন ডিরেক্টর আশরাফুল আলম।

বিশ্বসেরা পণ্য এবং পরিষেবা প্রদানের প্রতি হায়ারের প্রতিশ্রুতিবদ্ধ। কোম্পানিটিকে মেজর অ্যাপ্লায়েন্স শিল্পে নেতৃত্ব পর্যায়ে প্রতিস্থাপন করছে। ঢাকার বাসাবোতে নতুন উদ্বোধিত শোরুমটি বাংলাদেশের গ্রাহকদের কাছে হায়ারের উপস্থিতির সম্প্রসারণ এবং ব্যতিক্রমী পণ্য ও সেবা প্রদানে তাদের অটুট নিষ্ঠার প্রমাণ বলে জানিয়েছে হায়ার।