অনলাইন ডেস্ক :
বলিউড বাদশাহ শাহরুখ খানের নায়িকা হয়ে বলিউডে পা রাখেন দীপিকা পাড়ুকোন। পরবর্তীতে ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় বাদশার সঙ্গে এই অভিনেত্রীকে দেখেছেন দর্শক। ফের ‘পাঠান’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন দীপিকা। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’ সিনেমা। তার আগে প্রকাশ্যে এসেছে এ সিনেমার প্রথম গান ‘বেশরম রং’। কয়েকদিন আগে এ গানে দীপিকার লুক প্রকাশের পর প্রশংসা কুড়ায়। সোমবার (১২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটির এই গান। মুক্তির পরই বাজিমাত করেছেন এই নায়িকা। এ গানের ভিডিওর শুরুতে হলুদ রঙের মনোকিনিতে দেখা যায় দীপিকাকে। তারপর নীল জল, দীপিকার আবেদনময়ী লুক, পুরো গানে তার অভিব্যক্তি- মাত করেছে ভক্তদের। নেটিজেনরা মন্তব্য অন্তত এমনটাই বলছেন। নেটিজেনদের একজন লিখেছেন- ‘এই গানটি স্লো পয়জন।’ আরেকজন লিখেছেন, ‘দীপিকার নাচ, শাহরুখের কিলিং লুক মুগ্ধ করেছে।’ অন্যজন লিখেছেন, ‘দীপিকার নাচ আমাকে খুন করেছে।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। ‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে- ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’