October 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 1:39 am

বাটা’র বাংলাদেশের ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী এমডি ফারিয়া ইয়াসমিন

 

বহুজাতিক জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড- এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফারিয়া ইয়াসমিন। আগামী ২০ নভেম্বর তিনি দায়িত্ব নেবেন বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।

৬৩ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো বাটা শু’র শীর্ষ পদে একজন নারী আসীন হচ্ছেন। পাশাপাশি, স্বাধীনতার পর এটি হবে কোম্পানিটির প্রথম বাংলাদেশি এমডি নিয়োগ।

বর্তমানে বাটা শু’র এমডির দায়িত্বে আছেন ভারতীয় নাগরিক দেবব্রত মুখার্জি। তিনি ২০২৩ সালের আগস্টে এই পদে যোগ দিয়েছিলেন। শিগগিরই তিনি ভারতে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে এমডি হিসেবে যোগ দেবেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ফারিয়া ইয়াসমিন।

বাটা শু’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ২৩ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে ফারিয়া ইয়াসমিনের। তিনি ব্র্যান্ড মার্কেটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং ব্যবসা পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ তিনি দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি রেকিট বেনকাইজার, ম্যারিকো ও নেসলে-এর উচ্চপদে কাজ করেছেন।

বাটা শু কোম্পানি ১৯৬২ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে এবং ১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির দুটি কারখানা রয়েছে টঙ্গী ও ধামরাইয়ে, যেখানে প্রতিদিন গড়ে ১ লাখ ৬০ হাজার জোড়া জুতা উৎপাদনের সক্ষমতা রয়েছে। প্রতিষ্ঠানটি বছরে প্রায় তিন কোটি জোড়া জুতা বিক্রি করে।

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন) বাটা শু ৫১৭ কোটি টাকার পণ্য বিক্রি করেছে এবং ২৭ কোটির বেশি মুনাফা অর্জন করেছে। গত বছর শেষে কোম্পানিটির শেয়ারের ৭০ শতাংশ বিদেশি উদ্যোক্তাদের, ১৯ দশমিক ৪৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের, ৯ দশমিক ২৩ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের এবং ১ দশমিক ৩০ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের মালিকানায় ছিল।

ডিএসইর তথ্যানুসারে, সোমবার বাটা শু কোম্পানির শেয়ারের বাজারমূল্য দাঁড়িয়েছে ৮৭৩ টাকা।

এনএনবাংলা/