December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 24th, 2024, 9:55 pm

বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন শান

নিজস্ব প্রতিবেদক:

আজ (২৪ ডিসেম্বর) ভোররাতে বলিউড গায়ক শানের পশ্চিম বান্দ্রার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৫ তলা অভিজাত ফ্ল্যাটের ১২ তলায় থাকেন এ গায়ক। তবে আগুন লাগে ৭ তলায়। ফ্ল্যাটজুড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায়।

রাত পৌনে ২টার দিয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের দিকে রওনা দেয় দমকল বিভাগের ১০টি ইউনিট। আবাসনে পৌঁছে দমকল বিভাগের সদস্যরা দেখতে পান, ৭ তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুনের ফুলকিও দেখা যায়। ঘটনায় ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের নিরাপদে সরানো হলেও ৮০ বছরের এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন।

শান ও তার পরিবার এখন নিরাপদে রয়েছেন। কিন্তু ভোররাতের এ ঘটনায় কিছুটা ভয় পেয়ে যান এ গায়ক। তাকে এখন আতঙ্ক তাড়া করছে। এ প্রসঙ্গে শান জানিয়েছেন, আগুন লাগার পর পরিবার নিয়ে ১৫ তলায় আশ্রয় নিয়েছিলেন। দমকল বিভাগ ও পুলিশকর্মীরা এসে তাদের উদ্ধার করেন।

শান আরও বলেন, ‘সবাইকে জানাতে চাই আমরা এখন নিরাপদে আছি, আমাদের ফ্ল্যাটের ৭ তলায় আগুন লেগে যায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। এমন ভয়ঙ্কর ঘটনা অল্প কথায় বলে বোঝাতে পারব না। এখন বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছি। অনেক ধন্যবাদ মুম্বাই পুলিশ ও দমকল বাহিনীকে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ করার জন্য।’ ওই ঘটনার কথা আর মনে করতে চান না বলেও জানিয়েছেন গায়ক।

অগ্নিকাণ্ডের ঘটনায় আর কোনো হতাহতের খবর এখন পর্যন্ত জানা যায়নি। তবে কী কারণে আগুন লেগেছে তা প্রাথমিক তদন্তের পর দমকলকর্মীরা অনুমান করে জানিয়েছেন শর্ট সার্কিটের কারণেই এ ঘটনা ঘটেছে।