বান্দরবানের রুমা ও থানচি উপজেলা থেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দীর্ঘ চার মাস পর এ ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা এলো।
তবে রোয়াংছড়ি উপজেলায় এই নিষেধাজ্ঞা এখনো বলবৎ রয়েছে।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, দুটি উপজেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলেও দুর্গম এলাকায় পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী থেকে সর্বশেষ তথ্য নিয়ে যাওয়ার জন্য যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া খুবই দুর্গম এলাকায় পর্যটকদের যাতায়াত নিরুৎসাহিত করা হচ্ছে। বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সন্ত্রাসী তৎপরতার কারণে বান্দরবানের দুর্গম রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সর্বশেষ গত ১৪ মার্চ প্রশাসন দেশি-বিদেশি পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই তিনটি উপজেলায় বর্তমানে সেনাবাহিনী ও বিজিবির অভিযান চলমান রয়েছে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিন্ধান্তকে পর্যটন ব্যবসায়ীরা ব্যবসার জন্য ইতিবাচক বলে মনে করছেন।
—-ইউএনবি

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার