বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে রবিবার সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আইএসপিআর উল্লেখ করেছে- অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
—–ইউএনবি
আরও পড়ুন
সাবেক এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা
ভোজ্যতেলের দাম বাড়ায়নি সরকার: বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস এফএও মহাপরিচালকের