বান্দরবানের রুমায় দুটি ট্রাক খাদে পড়ে চারজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টায় উপজেলার কমলা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
রুমা থানার উপ-পরিদর্শক মো. মোরশেদ জানান, রেমাক্রী পাংশা ইউনিয়নের ভলনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) উপকারভোগী নারীরা তাদের জমানো সঞ্চয় টাকা তুলতে ট্রাকে করে রেমাক্রী ইউনিয়ন পরিষদ অফিসে আসছিল। কমলা বাজার এলাকায় একটি ঢালু পাহাড় থেকে নামার সময় দুপুর দেড়টায় তাদের বহনকারী ট্রাকটিকে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে দুটি ট্রাক গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা করছে।
তবে এলাকায় বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
—ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী