অনলাইন ডেস্ক :
হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। ‘টোয়ালাইয়াট’ সিরিজ দিয়ে দর্শকের মন মাতিয়েছেন তিনি। তার ঘনিষ্ঠ বান্ধবী চিত্রনাট্যকার ডিলান মেয়ার। প্রায় ২ বছর ধরে প্রেম করেছেন। এরই মধ্যে বাগদানও সেরে ফেলেন এই জুটি। এবার বিয়ে করতে চলেছেন দুজনে। সম্প্রতি বিয়ের ঘোষণা দিয়েছেন তারা। দুই নারীর প্রেম ও বিয়ে নিয়ে হলিউডে বেশ আলোচনা এখন। এক শোতে দেয়া সাক্ষাতকারে স্টুয়ার্ট বলেছেন, ‘আমরা বিয়ে করতে যাচ্ছি। আমি মেয়ারের প্রস্তাবের অপেক্ষায় ছিলাম। অবশেষে সেটা এলো। সে বুঝতে পেরেছিলো আমার কি প্রয়োজন।’ ক্রিস্টেন এবং ডিলানকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল ২০১৯ সালের আগস্টে। যখন তারা নিউইয়র্ক সিটিতে চুম্বনের প্রকাশ করেছিলেন। ২০১৯ সালের অক্টোবরে তারা একে অপরকে চুম্বন করার একটি সাদাকালো ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন। এবার প্রেমের সম্পর্ককে তারা দাম্পত্যে নিয়ে যেতে চাইছেন। তবে কবে বিয়ে করবেন সে তারিখ নির্দিষ্ট করে জানাননি। সম্প্রতি প্রিন্সেস ডায়ানার বায়োপিক ‘স্পেন্সার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য আলোচনার কেন্দ্রে রয়েছেন স্টুয়ার্ট। আর মেয়ার পেশায় একজন চিত্রনাট্যকার।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব