অনলাইন ডেস্ক :
অনেকেই বলে, মরা ঢালিউড ইন্ডাস্ট্রির কফিনে শেষ পেরেকটা মেরেছিল মুরাদ-মাহি-ইমনের ঘটনাটি। বিপরীতে খানিক হার্টবিটের সন্ধান মিলেছে বাপ্পী-মিতুকে ঘিরে চলমান প্রেমের গুঞ্জন! বাপ্পী ঢালিউডের পরীক্ষিত নায়ক। আর জাহারা মিতু এখনও পরীক্ষার হলে! মুক্তি পায়নি একটি ছবিও। তবে পর পর তিন ছবিতে জোট বাঁধলেন তারা। আর প্রেমের গুঞ্জনে জড়িয়ে পড়লেন সদ্য শুটিং শুরু হওয়া শাহীন সুমনের ‘কুস্তিগির’ ধরে! বিষয়টি নিয়ে দু’জনে একদমই ব্যাকফুটে নন, বরং অন্তর্জালে ব্যাটিং করছেন আগ্রাসী মুডেই! রোজ তাদের ছবি প্রকাশ পাচ্ছে, সঙ্গে অর্থবহ ক্যাপশনও! প্রশ্নের জবাবেও এগিয়ে একধাপ! জাহারা বলছেন, ‘নায়ক-নায়িকার প্রেমের গুঞ্জন না উঠলে জমবে না তো!’ এদিকে নায়িকার এমন নিয়মিত পোস্ট, মন্তব্য আর শুটিংয়ের আপডেটগুলো যুক্তরাষ্ট্রে বসে ভালোই উপভোগ করছিলেন বাপ্পী চৌধুরী। ঢাকায় ফিরেছেন সম্প্রতি, আর হোতাপাড়ায় ‘কুস্তিগির’ ইউনিটে যুক্ত হলেন গত শুক্রবার। যেখানে ২২ ডিসেম্বর থেকে মিষ্টি হাতে অপেক্ষায় ছিলেন নায়িকা জাহারা মিতু। বিদেশ-ফেরত নায়ককে কাছে পেয়ে উচ্ছ্বসিত হবেন, সেটাই স্বাভাবিক। যথারীতি যার ঢেউ এসে উঠলো সোশ্যাল হ্যান্ডেলেও। গত শুক্রবার বিকালে বাপ্পীকে বরণ করেই দিলেন মুগ্ধতার পোস্ট। প্রকাশ করলেন আবেগঘন প্রতিক্রিয়া, যেখানে মিশে আছে পর্দার পেছনের অনুভূতিও। জাহারা লিখলেন অনেকটা বাণীর মতো, ‘বাপ্পীর সৌভাগ্য তার একজন ওস্তাদ (শাহীন সুমন) আছেন। আমার সৌভাগ্য তারা দুজনই আমার পাশে আছেন।’ সঙ্গে প্রকাশ করলেন বাপ্পীকে বরণ করে নেওয়ার সময় মিষ্টিমুখের কিছু ছবি। যেখানে একে অপরকে মমতা নিয়ে মিষ্টি খাইয়ে দিচ্ছিলেন জাহারা-বাপ্পী ও শাহীন সুমন। একই পোস্টে মিতু জানালেন, শুক্রবার থেকে শুরু হলো ‘কুস্তিগির’-এর সাথে বাপ্পীর পথচলা। এই বলেই জাহারা মিতু ফেরত গেলেন তার ব্যক্তিগত মুগ্ধতার জায়গায়। বললেন, ‘দীর্ঘ ৭ বছর পর তারা (নায়ক-নির্মাতা) একসাথে। আমি এই দু’জনকে দেখে বুঝেছি গুরু-শিষ্যর আদর, ভালোবাসা এবং সম্মান কেমন হয়। এতোগুলো বছর পর একসাথে কাজ করেও তারা যেনও একই আত্মা।’ বলা দরকার, শাহীন সুমনের হাত ধরেই সিনেমায় অভিষেক হয় বাপ্পী চৌধুরীর। ‘ভালোবাসার রঙ’ নামের ওই সিনেমা দিয়েই বাজিমাত এই নায়কের। এদিকে শুক্রবার ‘কুস্তিগির’ ইউনিটে যুক্ত হয়ে মিষ্টিমুখ প্রসঙ্গে এই নায়কের সংক্ষিপ্ত অথচ বিস্তৃত প্রতিক্রিয়া ছিলো এমন, ‘জোশ!’ কাজী হায়াতের ‘জয়বাংলা’ ও অপূর্ব রানার ‘যন্ত্রণা’র পর বাপ্পী-মিতুর তৃতীয় ছবি ‘কুস্তিগির’। তিনটিই এখনও নির্মাণাধীন। ফলে লম্বা বিরতির পর ঢালিউডে প্রেমের ঢেউ ওঠা এই জুটির প্রেম ও পর্দা রসায়ন জানতে হলে অপেক্ষা করতে হবে নতুন বছরের!
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত