January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 20th, 2023, 8:25 pm

‘বাফটা ২০২৩’ জয় করলেন যারা

অনলাইন ডেস্ক :

অনুষ্ঠিত হয়ে গেল বছরের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস’, যা ‘বাফটা’ নামে পরিচিত। গত রোববার ইংল্যান্ডের লন্ডনের রয়্যাল ফেস্টিভাল হলে অনুষ্ঠিত হয়েছে এ বছরের ‘বাফটা’। তারকা খচিত এই অনুষ্ঠানে এ বছর জার্মান অ্যান্টি-ওয়ার ফিল্ম ‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ সাতটি পুরষ্কার জিতেছে নিয়েছে। যার মধ্যে দুটি পুরস্কার সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালকের। ৭৬তম বাফটায় বছরের সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন কেট ব্ল্যানচেট। ‘টার’ চলচ্চিত্রের জন্য বছর সেরা অভিনেত্রী ঘোষিত হয়েছেন তিনি। এলভিসে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার বাফটা জিতেছেন অস্টিন বাটলার। এদিকে এ বছর বাফটা সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন ‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ এর পরিচালক এডওয়ার্ড বার্গার। সেরা সিনেমাটোগ্রাফির জন্যও বাফটা জিতে নিয়েছে ‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। সেরা চিত্রনাট্যের বাফটা ঘরে তুলেছে ‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ থেকে এডওয়ার্ড বার্গার, লেসলি প্যাটারসন এবং ইয়ান স্টোকেল। এছাড়া সেরা সম্পাদনার বাফটা পেয়েছে ‘এভরিথিং, এভরিহেয়ার অল এট ওয়ান্স’ থেকে পল রজার্স। সেরা তথ্যচিত্রের পুরস্কার ঘরে তুলেছে ‘নাভালনি’ থেকে ড্যানিয়েল রোহার। বছরের সেরা উদীয়মান তারকা নির্বাচিত হয়েছে এমা ম্যাকি। সেরা অ্যানিমেশন চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স এ- দ্য হর্স’। সেরা ভিজ্যুয়াল ইফেক্টের বাফটা ঘরে তুলেছে ‘অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার’। সেরা শর্ট ফিল্ম থেকে বাফটা পেয়েছে ‘এন আইরিশ গুডবাই’। এ বছর শৌনক সেন পরিচালিত ‘ইন্ডিয়াজ অল দ্যাট ব্রেদস’ সেরা ডকুমেন্টারি বিভাগে মনোনীত হয়েছিল। তবে ড্যানিয়েল রোহারের নাভালনি সেই পুরস্কার ঘরে তোলে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে সেরাদের নির্বাচিত ও সম্মানিত করা হয়েছে। ‘বাফটা ২০২৩’-এর সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা রিচার্ড ই গ্রান্ট। জাঁকজমকপূর্ণ আয়োজনে উপস্থিত ছিলেন ব্রিটিশ ও বৈশ্বিক জনপ্রিয় তারকাগণ। সূত্র : সিএনএন নিউজ