অনলাইন ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের ৪ উইকেটের পরাজয়ের দায় চাপানো হচ্ছে বাবর আজমের ওপর। সাধারণ সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও বাবরের ভুল অধিনায়কত্বকেই দায়ী করছেন। সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের পর আরেক সাবেক ক্রিকেটার সেলিম মালিকও বাবরকে কাঠগড়ায় দাঁড় করালেন। সেলিম তো এক ধাপ এগিয়ে বাবরকে নেতৃত্ব ছেড়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন! ভারতের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। দুই পেসার আফ্রিদি-রউফকে দিয়ে ১৮ ও ১৯তম ওভার করান বাবর। এরপর শেষ ওভারের দায়িত্ব দেওয়া হয় স্পিনার মোহাম্মদ নওয়াজকে। এখানেই বাবরের ভুল দেখছেন সবাই। ম্যাচ ফিক্সিং করে নিষিদ্ধ হওয়া মালিক বলেন, ‘চাপের সময় সিনিয়র খেলোয়াড়দের ভূমিকা রাখতে হয়। অধিনায়ক যদি বুঝতে না পারে, যদি মনে হয় ভুল পথে যাচ্ছে, তখন তাকে বলতে পারে, সে ভুল করছে। ’ পাকিস্তানের টিভি চ্যানেল ২৪ নিউজ এইচডিকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরো বলেন, ‘এ কারণে আমি সব সময় বলি, পেসারদের পাশে সব সময় সিনিয়র কাউকে থাকতে হয়, যে তাকে এসব বলবে। এত বছর পার করেও যদি অধিনায়কত্ব করতে না পারেন তাহলে ছেড়ে দেওয়াই ভালো। একই ভুল বারবার করলে অধিনায়কত্ব না করাই ভালো। এর আগে অনেকেই অধিনায়কত্ব ছেড়েছেন। ’
আরও পড়ুন
জয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ
রংপুর স্টেডিয়ামের নতুন নাম ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’
নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা