অনলাইন ডেস্ক :
‘এই গানটি আবেগ থেকে তৈরি হয়েছে। আমার মেয়ে পূর্ণতা মডেল হিসেবে অভিনয় করেছে। এ কারণে আমার জন্য গানটা বিশেষ হয়ে থাকবে। প্রথমবার বাবা-মেয়ে একসঙ্গে কোনো গানে অভিনয় করলাম। গানটিতে বাবা-মেয়ের ভালোবাসা ফুটে উঠেছে।’ প্রথমবার নিজের মেয়ে সঙ্গে গানে অভিনয় প্রসঙ্গে কথাগুলো বলেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। গানটির শিরোনাম ‘কন্যা রে আমার’। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজী শুভর সঙ্গে অভিনয় করেছে তারই কন্যা পূর্ণতা। এবারই প্রথমবার বাবা-মেয়ে একসঙ্গে কোনো মিউজিক ভিডিওতে অভিনয় করলেন। জানা গেছে, আগামী ১৪ নভেম্বর কাজী শুভর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে। গানটি লিখেছেন ও সুর করেছেন আরিফ হোসেন বাবু। সংগীতায়োজন করেছেন আহম্মেদ সজীব। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন পাভেল মাহমুদ জয়। এর বাইরে নিয়মিত নিজের একক ও দ্বৈত গান প্রকাশ করছেন কাজী শুভ। গানগুলোও দর্শক-শ্রোতাদের কাছে দারুণ প্রশংসিত হচ্ছে। এছাড়াও নিজের গাওয়া বেশিরভাগ গানের সুরও করছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গাওয়ার পাশাপাশি সুর করতেও বেশ ভালো লাগছে। শ্রোতা-দর্শকরাও গানগুলো বেশ পছন্দ করছেন। আমি শুরু থেকেই দর্শক-শ্রোতা আমার কাছে যে ধরনের গান প্রত্যাশা করেন সে ধরনের গানই উপহার দেওয়ার চেষ্টা করছি।’ সেই ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশ পেয়েছে শুভর কণ্ঠ ও সুরে ‘ভালোবাসো যদি’ গানটি। এতে শুভর সঙ্গে কণ্ঠ দিয়েছেন মিথিলা। গানটি প্রসঙ্গে শুভ আরও বলেন, ‘অনেক সুন্দর কথা ও সুরের একটি গান ভালোবাসো যদি। আমার গাইতেও বেশ ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’