তথ্যপ্রযুক্তি ডেস্ক:
বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক। সব বয়সি ব্যবহারকারী আছে ফেসবুকের। তবে ফেসবুক সব সময় তার ব্যবহারকারীর নিরাপত্তার জন্য নানান ফিচার যুক্ত করে থাকে। এর আগেও নাবালক ব্যবহারকারীদের সামনে যেন কোনো প্রাপ্তবয়স্ক না এমন কনটেন্ট চলে না আসে যা তাদের ছোট্ট মস্তিষ্কে প্রভাব ফেলে, সেগুলো নিয়ন্ত্রণে নানান ব্যবস্থা নিয়েছে।
এবার ফেসবুক বড় সিদ্ধান্ত নিয়েছে, তা হচ্ছে নাবালকরা বাবা-মায়ের অনুমতি ছাড়া ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পারবে না। এরই মধ্যে অষ্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এবার ভারতে সরকারিভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাবা-মায়ের অনুমতি ছাড়া ১৮-র নিচে কেউ সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারবে না কেউ। এক্ষেত্রে কী কী সুবিধা এবং অসুবিধা হতে পারে তা নিয়ে জানতে মতামত চাওয়া হয়েছে সাধারণ মানুষের থেকে। সরকারি ওয়েবসাইটে মতামত ব্যক্ত করতে পারছেন সবাই।
সম্প্রতি নাবালক বা ১৮ এর কম বয়সিদের জন্য মেটা নতুন নিয়ম এনেছে। বাবা-মায়ের অনুমতি ছাড়া ১৮-র নিচে কেউ ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে পারবে না কেউ। যেন শিশুরা কোনোভাবেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে বিপথে চলে না যায়। এজন্য নানান বিধিনিষেধও রেখেছে মেটা।
এজন্য অনেকেই বয়স বাড়িয়ে অ্যাকাউন্ট খুলতো। কিন্তু এবার থেকে প্রমাণ হিসেবে দিতে হবে নথি। ফলে আর মিথ্যা বলার সুযোগ নেই। নথি অনুযায়ী বয়স ১৬ বছরের কম হলে অ্যাকাউন্টের কন্ট্রোল চলে যাবে অভিভাবকদের হাতে। এছাড়াও কিছু বিধিনিষেধের মধ্যেই অ্যাপ ব্যবহার করতে পারবেন অপ্রাপ্তবয়স্করা।
অভিভাবকরা ছেলে-মেয়ের অ্যাকাউন্ট অ্যাকসেস করতে পারবেন। তারা কার সঙ্গে কথা বলছে। তা দেখতে পাবেন। যদিও কী কথা হয়েছে, তা দেখা যাবে না। সন্তান কতক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করবে, তা ঠিক করতে পারবেন তারা। সূত্র: মেটা
আরও পড়ুন
বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন
রোহিঙ্গাদের জন্য ৬৮ মিলিয়ন ইউরো দেবে ইইউ
শেখ পরিবারের নামে থাকা ২৭ প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন