January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 26th, 2022, 7:36 pm

বাবা-মা হচ্ছেন হিল্লোল-নওশীন

অনলাইন ডেস্ক :

আমেরিকা প্রবাসী অভিনেতা-ইউটিউবার আদনান ফারুক হিল্লোল ও উপস্থাপিকা নওশীন নাহরিন বাবা-মা হতে চলেছেন। এ দম্পতির ঘরে আসছে তাদের প্রথম সন্তান। এ উপলক্ষে শনিবার আয়োজন করা হয়েছিল নওশীনের বেবি সাওয়ার। যেখানে অংশ নেন রিচি সোলায়মান, কাজী মারুফ, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানাসহ বেশ কয়েকজন বাংলাদেশি তারকা। আয়োজনে উপস্থিত একাধিক শিল্পীবিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, নওশীনের স্বাস্থ্যবস্থা বেশ ভালো। আগামী মাসে নতুন সদস্য তাদের ঘরে আসবে। নওশীন বর্তমানে আমেরিকায় একটি মেডিকেল সেন্টারে চাকরিরত আছেন। হিল্লোল ব্যস্ত তার ফুড ভøগিং নিয়ে। চলতি বছর হিল্লোল বাংলাদেশে এলেও তখন নওশীন আসেননি। বর্তমানে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন।