অনলাইন ডেস্ক :
বাবা হলেন ‘অনিল বাগচীর একদিন’খ্যাত অভিনেতা আরেফ সৈয়দ। গত ১২ জুন তার স্ত্রী সামিয়া আফরোজ কন্যাসন্তানের জন্ম দেন। মেয়ের নাম রেখেছেন মিরহা আফরোজ সৈয়দ। অভিব্যক্তি প্রকাশ করে আরেফ সৈয়দ বলেন ‘আমি ও আমার স্ত্রী আশীর্বাদ হিসেবে কন্যা মিরহা আফরোজকে পেয়েছি। মা-মেয়ে দু’জনেই সুস্থ আছে। সবাই আমাদের কন্যার জন্য দোয়া করবেন।’ ২০১৮ সালে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরেফ-সামিয়া। এটি তাদের প্রথম সন্তান। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘অনিল বাগচীর একদিন’ অবলম্বনে সিনেমা নির্মাণ করেন মোরশেদুল ইসলাম। এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মার্কিন যুক্তরাষ্ট্রে লেখাপড়া করা এই অভিনেতার। সেখানে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এরপর বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য ও চলচ্চিত্রে কাজ করেছেন। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘বেঙ্গলি বিউটি’। তা ছাড়া ‘কার্স অব কোহিনূর’ নামে একটি মার্কিন সিনেমায় অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির
‘বাংলার টেসলা’র চাকায় পিষ্ট শাওনের পা