বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে রাজারবের খালটি পুনঃ খনন কাজের মাটি চুরি করে বিক্রির দায়ে মান্নান হাওলাদার নামের একজনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহার তামান্নার ভ্রাম্যমাণ আদালতে মান্নান হাওলাদারকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। নির্বাহী হাকিম কামরুন্নাহার তামান্না জানান, বাবুগঞ্জে রাজারবের খালটি পুনঃ খনন কাজ চলমান রয়েছে।
খননযন্ত্র দিয়ে খালের মাটি স্তুপ করে রাখা হয়েছে দুই পাড়ে। একটি চক্র সেই মাটি চুরি করে অন্যত্র বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে মান্নান হাওলাদারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা মোতাবেক মান্নানকে তিন লক্ষ টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনাকালে এয়ারপোর্ট থানার একটি পুলিশ টিম সার্বিক সহায়তা করেন।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত