বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে সন্ধ্যা নদীর সংযোগ খাল থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। গতকাল সকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খলিফা বাড়ি সংলগ্ন সন্ধ্যা নদীর খালের পুরাতন লোহার ব্রীজের খুটির সাথে আটকে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, কয়েক দিন আগেই ওই নারী মারা গেছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে খালে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা মহিলার লাশ দেখেন স্থানীয়রা। পরে সে বিষয়টি স্থানীয়রা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশের সাথে একটি সাইট ব্যাক ও জামা পাওয়া যাই। পরে লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। লাশটি সনাক্ত করা সম্ভব না হওয়ায় স্থানীয় ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান সেলিম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি। লাশটি সনাক্তে সকলের সহযোগিতা কামনা করেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান সেলিম বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি এজাহার দাখিল করেছেন।
বাবুগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আরও পড়ুন
চাঁদপুর-কুমিল্লা সড়কের দুই শতাধিক দোকান উচ্ছেদ
১৪৩ বছর পূর্তিতে খুলনা দিবস পালিত
রংপুর বড়দরগা হাইওয়ে থানা ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার