বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জ উপজেলায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার(৫ অক্টোবর )সকাল থেকে দিনব্যাপী বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে লিফলেট বিতরণ করেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তারা। সকাল থেকে ইউনিয়নের আগরপুর বাজার,সরিকল বন্দর, দিলেরচর বাজার,রাস্তার মাথা শিলন্দীয়া বাজার,চরজাহাপুর বাজারসহ বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় বিএনপির ৩১ দফা এবং প্রার্থীর প্রতিশ্রুতি ভোটারদের কাছে তুলে ধরে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ কালে যুবদলের নেতারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ্যাডভোকেট জয়নুল আবেদীন বরিশাল-৩ আসনে ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করবেন। তিনি দীর্ঘ বছর ধরে বাবুগঞ্জ-মুলাদী মানুষ জন্য কাজ করছেন। তিনি এমপি নির্বাচিত হলে মন্ত্রী হবেন। তিনি সৎ মানুষ। তিনি কোনো দুর্তীতি করবেন না।এ্যাডভোকেট জয়নুল আবেদীনের মন্ত্রী হলে এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন হবে। বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান রাকিব বলেন নির্বাচন বিঘ্নিত করতে নানা চক্রান্ত করা হচ্ছে। পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর ভূমিকা পুরো জাতিকে অসহযোগিতা করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফা রয়েছে, সেটা বাস্তবায়নে কাজ করছে বাবুগঞ্জ উপজেলা যুবদল । ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার, নির্যাতন, গুম, খুন ও হামলা-মামলার শিকার হয়েছেন বিএনপিসহ যুবদলের হাজার হাজার নেতা-কর্মী। এরপরও আন্দোলন–সংগ্রাম বন্ধ করতে পারেনি। সামনে আমাদের টার্গেট জাতীয় নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরামর্শ দিয়েছেন, আমাদের ঐক্যবদ্ধভাবে প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে। প্রজন্মের কাছে পৌঁছাতে হবে। সবার কাছে গিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম জানিয়ে ভোট চাইতে হবে। সেটার লক্ষ্য যুবদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে আমরা। ধানের শীষে ভোট প্রার্থনা করছি। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান রাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, সদস্য সচিব(স্থাগীত) এবাদুল হক,উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান, মোঃ জুয়েল,এইচ,এম,লিমন, রাজিব হোসেন খান, রিয়াজ শরীর, মোঃ সোহাগ,জিয়া সিকদার, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর নগর ইউনিয়নের যুবদল নেতা ফারুক হোসেন, ফিরোজ আহমেদ, রাশেদ খান,আমির হোসেন,শিহাব শেখ, কেদারপুর ইউনিয়নের আহ্বায়ক কামরুল হাসান পলাশ, কাওসার হোসেন,চাঁদপাশা ইউনিয়নের আলমগীর হোসেন,বাদল,রনি,মাধবপাশা ইউনিয়নের সবুজ, রুবেল, রহমতপুর ইউনিয়নের জুলহাস প্রমুখ।
আরও পড়ুন
কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
সাপাহারে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
রংপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১২ই অক্টোবর রোববার থেকে সাড়ে ৮ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টীকা দেয়া হবে