Tuesday, October 7th, 2025, 6:14 pm

বাবুগঞ্জে নিষেধাজ্ঞায় ইলিশ শিকার করায় ২ জেলের কারাদণ্ড

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি :

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ২ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ মৎস্য সুরক্ষা আইন ১৯৫০ ধারায় এ কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- বরিশাল জেলার উজিরপুর উপজেলার দাসেরহাট গ্রামের শাহে আলম বেপারী (৫০) খুলনা জেলা কয়রা উপজেলার মোঃ এনামুল হক (২৮)। এ সময় ইলিশ শিকারের কাজে ব্যবহৃত ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ. এফ. এম. নাজমুস সালেহীন। তিনি বলেন, বাবুগঞ্জ উপজেলার তিনটি নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি আরও বলেন, ৪ অক্টোবর মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় সরকারি ঘোষণা অনুযায়ী ২২ দিনের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সুন্ধা,সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই জেলেকে ১৫ দিন করে জেল ও জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

এ বিষয়ে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ বলেন , মা ইলিশ রক্ষায় ২২ দিনের অবরোধ সফল করতে অভিযান অব্যাহত থাকবে। কেউ এই সময়ে নদীতে মাছ ধরলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মা ইলিশ রক্ষায় ও জাটকা সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে