বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় ২৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায়। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বাবুগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ফারুক আহমেদ। রাশেদ খান মেনন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু জাফর সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সহকারী পরিচালক এবাদুল্লাহ ইসলাম, বরিশাল জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হারুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়াত আক্তার, চাঁদপাশা হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাহমিনা আক্তার। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ থেকে আগত প্রায় শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসএসসি পরীক্ষায় কৃতিত্বের ভিত্তিতে নির্বাচিত প্রতিটি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে মোট ২৯ জন কৃতি শিক্ষার্থীকে তাদের শিক্ষাজীবনে উত্তম ফলাফল ও পারফরম্যান্সের ভিত্তিতে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। যারা আজ পুরস্কার পেয়েছে, তারা শুধু নিজেদের নয়, বরং পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের গর্ব। সরকারের এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে, পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করে। আমরা আশা করি এই পুরস্কার আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে।
বার্তাপ্রেরক॥ মোঃ আল-আমিন
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
আরও পড়ুন
আমাকে মিথ্যা আসামী বানিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির রায় দেয়া হয়েছিল
খুলনা শিপইয়ার্ড সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
সখীপুরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তোলার অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে