July 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 2nd, 2025, 4:46 pm

বাবুগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিা॥ বরিশালের বাবুগঞ্জে সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ করতে চালু হয়েছে ভূমি সেবা সহায়তা কেন্দ্র। বুধবার সকালে উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর বন্দর বাজারে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পাপীর খানম, ভূমি সেবা সহায়তা কেন্দ্র ইনচার্জ আল-আমিন প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, ন্দ্রত ও হয়রানিমুক্ত হবে। প্রযুক্তিতে যারা দক্ষ, তারা ঘরে বসেই অনলাইনে এসব সেবা নিতে পারছেন। তবে এই কেন্দ্র মূলত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগণের জন্য স্থাপন করা হয়েছে। ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি দিয়ে সাধারণ মানুষ সহজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ান সংগ্রহ, জমির নকশা প্রাপ্তিসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যেসব মানুষ তথ্য-প্রযুক্তিতে দক্ষ নন, তাদের জন্য এ সেবা হবে বিশেষ সহায়তা।

মোঃ আল-আমিন
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি