বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সোহাগ অপরাজনীতির শিকার দাবী করে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বিকালে উপজেলার রহমতপুর কামিনী রিফ্রেশ জোন রেস্তোরাঁয় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কামরুল হাসান সোহাগ সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বরিশাল তথা বাবুগঞ্জের রাজ পথে হরতাল,অবরোধসহ সরকার বিরধী আন্দোলনে সরব ছিলাম। অসংখ্য মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে আমাকে দাবিয়ে রাখতে পারিনি। সরকার পতন আন্দোলনে জীবন বাজী রেখে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছি। আমার এহেন কর্মকান্ডে বিব্রত আওয়ামী লীগ ও তাদের দোষরদের একটি কুচক্রী মহল। তারা আমাকে সমাজিক ও রাজনৈতিক ভাবে হেও প্রতিপন্ন করার জন্য একটি ভুয়া ভিডিও( এআই দিয়ে তৈরি করা) ছড়িয়ে সাংবাদিক ভাইদের ভুল বুজিয়ে সংবাদ প্রচার করাচ্ছে। সংবাদগুলোতে আমাকে সন্ত্রাসী , চাঁদাবাজি, রহমতপুর বাস কাউন্টার দখল, মাংস ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, জমি দখল, ইট ও বিটুমিন লুটকারী হিসাবে দেখানো হয়েছে। যা একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন। রহমতপুরে আমার নামে কোন কাউন্টার নেই। কয়েকটি দোকান রয়েছে যেগুলো আমরা মামাদের ও মায়ের নামে দলিল রয়েছে। আমরা ওই দোকানগুলো যুগের পর যুগ ভোগ করে আসছি। ইট লুটপাটের ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রশ্নই আসে না। আমি বাবুগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসাবে সংগঠন টি ৬ ইউনিয়নে চাংগা করেছি। তাতেও একটি পক্ষ আমাকে প্রতিপক্ষ মনে করে বিষাদগার করছে। আশাকরি সাংবাদিক ভাইয়েরা বিষয়গুলো তদন্ত করে সঠিক সংবাদ উপস্থাপন করবেন। আমি আমার বিরুদ্ধে প্রচারিত মিথ্যা সংবাদ প্রত্যাখ্যান করছি ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক খান মোহাম্মদ জসিম উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
সাপাহারে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
রংপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১২ই অক্টোবর রোববার থেকে সাড়ে ৮ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টীকা দেয়া হবে