বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি:
সবুজ বনায়ন ও পুষ্টি চাহিদা মেটানোর লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে ২৫০ টি আম চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজের হলরুমে গাছের চারা বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহজালাল ইসলামি ব্যাংক এর বরিশাল এবং টরকি বন্দর শাখার উদ্যোগে চারা বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ ফ ম আব্দুল হালিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল ইসলামী ব্যাংকের বরিশাল শাখা ব্যবস্থাপক মুজিবুর রহমান। বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহ ই আলম জহিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গৌরনদীর টরকি বন্দর শাখার ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংকের বরিশাল শাখার এ্যাসিস্ট্যান্ট এক্সিউটিভ অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, চাঁদপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম ফকির, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহে আলম, অভিভাবক সদস্য এনায়েত আলী সিকদার, হারুন আর রশিদ, মোঃ আজিজুল ইসলাম প্রমুখ। পরে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় কলেজের শিক্ষার্থীদের মাঝে ২৫০ টি উন্নত জাতের আম গাছের চারা বিতরণ করা হয়।
আরও পড়ুন
রংপুরে যুবলীগ-ছাত্রলীগ নেতা জেল হাজতে প্রেরণ
জাতীয় নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জয়পুরহাটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত,৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক