বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ-লাকুটিয়া সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের দাবিতে চাঁদপাশা ইউনিয়নবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় চাঁদপাশা ইউনিয়নের বটতলা এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ বিপুলসংখ্যক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
মানবব্ন্ধনে বক্তারা বলেন, বাবুগঞ্জ থেকে বরিশাল নতুনবাজার পর্যন্ত সরকটি অত্যান্ত জনগুরুত্বপূর্ণ। ওই সড়কের বাবুগঞ্জ উপজেলাধীন লাকুটিয়া-বাবুগঞ্জ পর্যন্ত ৬ কিলোমিটার দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দে পরিনত হয়েছে। সড়কটি দিয়ে শুধুমাত্র বাবুগঞ্জের মানুষ নয় মুলাদী, হিজলা মেহেন্দীগঞ্জ থেকে বরিশালগামী মানুষ চলাচল করে থাকে। আমরা আগামী এক মাসের আল্টিমেটাম দিলাম। এই সময়ের মধ্যে সড়কটি সংস্কারের কাজ না ধরলে আমরা পুরো উপজেলাবাসী মিলে এলজিইডি ভবন,উপজেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করবো। রাস্তাটি এখন যান চলাচলের এক ভয়ংকর ফাঁদে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করে। এই জনপদের উন্নয়নে আমরা বিএনপি,জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দল এককাতারে।
বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মুহাম্মদ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স। তিনি বলেন,“এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, যা হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে জনদুর্ভোগে পরিণত হয়েছে। জনগণের অধিকার আদায়ে আমরা একসাথে থাকবো। আগামী একমাসের সময় বেঁধে দিয়ে তিনি এলজিইডি ভবনসহ উপজেলা প্রসাশন ও জেলা প্রশাসনের কার্যালয় ফেরাওয়ের ঘোষণা দেয়”।
এছাড়াও মানববন্ধনে চাঁদপাশা বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন স্বপন, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারি মোঃ জামাল হোসেন, বিএনপি নেতা ইউসুফ হোসেন মাস্টার, সদস্য মোঃ জাকির হোসেন, মহানগর ছাত্রদলের সহ সভাপতি আজিজুল হক, ইউপি সদস্য জাকির হোসেন, বিএনপি নেতা আব্দুল হালিম , ছাত্রনেতা মোহাম্মদ সাইফুল আকন, বিএনপি নেতা হুমায়ুন কবি, মাসুম রেজা রুবেলসহ ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
বার্তাপ্রেরক॥ মোঃ আল-আমিন
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
আরও পড়ুন
ন্যায্য অধিকার দাবীতে বাঘাবাড়ি মিল্কভিটা সমবায় সমিতির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
পাইকগাছার ৪০ টি প্রাতিষ্ঠানিক পুকুর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
নথিপত্র উদ্ধারের নামে রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের স্বামীর বাড়িতে হয়রানিমূলক সার্চ ওয়ারেন্ট বাস্তবায়ন