April 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 20th, 2025, 11:23 am

বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে বৈঠক করবে বিএনপি

অনলাইন ডেস্ক

আগামী ডিসেম্বর মাসের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দাবিতে মতৈক্য তৈরিতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে সিপিবির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের অন্তর্ভুক্ত দলগুলোর সঙ্গেও বৈঠক করতে যাচ্ছে দলটি।

রোববার (২০ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর বনানীর একটি হোটেল কিংবা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির জন্য আমরা ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে মতবিনিময় করছি। এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে সিপিবির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের অন্তর্ভুক্ত দলগুলোর সঙ্গে বৈঠক হবে। তিনি জানান, রোববার (আজ) ওই দলগুলোর সঙ্গে বৈঠক হবে। তবে বৈঠকের বিষয়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, নিয়মিত সব রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক যোগাযোগ হয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপির যোগাযোগের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আমি সোমবার (২১ এপ্রিল) দেশের বাইরে যাবো। রোববার (আজ) অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হতে পারে-সেখানে বিএনপির সঙ্গেও শিডিউল থাকতে পারে।

উল্লেখ্য, বাম গণতান্ত্রিক জোটের অন্তর্ভুক্ত দলগুলো হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ (খালেকুজ্জামান), বাসদ (মার্কসবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক পার্টি। বিএনপি শনিবার (১৯ এপ্রিল) ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠক করেছে।