January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 28th, 2022, 8:24 pm

বাম জোটের হরতাল: খুলনায় মিছিলের প্রস্তুতিকালে আটক ৬

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় হরতালের সমর্থনে বাম জোট মিছিলের প্রস্তুতিকালে ছয় জনকে আটক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর গোলকমনি শিশু পার্ক ও ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করে পুলিশ।

তবে বাম জোটের ডাকা অর্ধদিবসের হরতাল খুলনায় তেমন কোন প্রভাব পড়েনি। সকাল ৯টার দিকে নগরী‌তে যান চলাচল স্বাভা‌বিক ছিল। শিক্ষাপ্রতিষ্ঠা‌নে যথারী‌তি ক্লাস চল‌ছে। এমনকি অফিস আদাল‌তও স্বাভাবিক নিয়মেই চলছে।

এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, রাস্তায় যান চলাচল বিঘ্নসৃষ্টি করে মিছিল করার প্রস্তুতিকালে কয়েকজনকে থানায় আনা হয়েছে। পরবর্তীতে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, গত ১১ মার্চ বামজোটের পক্ষ থেকে ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতাল ডাকা হয়। এছাড়া গণসংহতি আন্দোলনের পক্ষ থেকেও ২৮ মার্চ হরতাল ও তা বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়। সিপিবি বলেছে এ হরতাল কোন দলের নয় এ হরতাল সবার। এ হরতাল দেশের সাধারণ মানুষের পক্ষে হরতাল।
—ইউএনবি