পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে পিছিয়ে পড়েছে বাম দল। এরই মধ্যে নবান্ন লড়াইয়ের দখলে জয়ী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। কোথাও কোথাও বিজয় মিছিলও হয়েছে।
যারা বিজয় মিছিল করেছে তাদের একহাত নিয়েছেন বাম সমর্থক ও অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সবার স্বাস্থ্যসাথী কার্ড আছে তো? বিজয় মিছিলে সবুজ আবির নিয়ে খেলার পরে দরকার পড়বে।’
রাজ্যে করোনার দাপট বেড়ে যাওয়ায জয়ী দলের সমর্থকদের সতর্ক করে দিয়েছেন শ্রীলেখা। যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলেও লাল স্বেচ্ছাসেবকদের সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি।
ভোটের মাঠে একদম হারিয়ে গেছে লাল দল। তবে মানুষের মাঝে তাদের পাওয়া যাবে বলে জানিয়েছেন শ্রীলেখা। তিনি বলেন, ‘আমার রক্ত লাল। আমি তাতে গর্বিত। দল হারলেও, আমি বাম দল ছাড়ব না। অন্যদের মতো আমি অন্তত পাল্টিবাজ নই।’
আরও পড়ুন
দীর্ঘদিন পর ফেরা তারকারা
ভিন্ন পরিচয়ে রিচি
বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন শান