January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 11th, 2023, 8:12 pm

বার্সাকে রুখে দিলো জিরোনা

অনলাইন ডেস্ক :

লা লিগায় শিরোপা জয়ের দৌড়ে বেশ এগিয়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তাদের ১৫ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল কাতালানদের। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তারা। ক্যাম্প ন্যুতে সোমবার জিরোনার সঙ্গে গোলশুন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। লিগ শেষ হতে বার্সার হাতে রয়েছে আর মাত্র ১০টি ম্যাচ। তার আগে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের তুলনায় ১৩ পয়েন্ট এগিয়ে রয়েছে কাতালান জায়ান্টরা। ম্যাচের শুরুতে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচটি। জিরোনা ডিফেন্ডার সান্টি বুয়েনো তার নিজের জালে বল প্রায় প্রবেশ করেই ফেলেছিলেন। তবে এ যাত্রা গোলরক্ষক পাওলো গাজ্জানিগা সফরকারীদেরও রক্ষা করেন। টটেনহ্যামের সাবেক এই গোলরক্ষক এরপর পোস্টের খুব কাছে থেকে রাফিনহাকে রুখে দেন। এরপর কর্ণার থেকে রোনাল্ড আরাউজোর প্রচেষ্টাকে সফল হতে দেননি। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে কর্ণার থেকে এরিক গার্সিয়ার হেড ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। টাটি কাস্তেলানোস ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ পেয়েও জিরোনাকে এগিয়ে দিতে ব্যর্থ হন। ম্যাচের শেষ ভাগে নিজেদের আরো ভালভাবে প্রতিরোধ করার লক্ষ্যে ডিফেন্ডার জর্ডি আলবাকে লেফট উইংয়ে পাঠিয়ে দেন জাভি। আর সেখানে যাবার সঙ্গে সঙ্গেই বিপদজনক এক ক্রস করেছিলেন আলবা। কিন্তু লিওয়ানদোস্কি তা ধরতে পারেননি। স্টপেজ টাইমে কর্ণার থেকে গাভির হেড আবারো দুর্দান্ত দক্ষতায় রুখে দিয়ে গাজ্জানিগা জিরোনাকে রক্ষা করেছেন। তবে শেষ পর্যন্ত অন্তত এক পয়েন্ট অর্জন করায় স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা।