অনলাইন ডেস্ক :
চলতি সপ্তাহে বার্সার জার্সিতে শততম ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছেন ফরাসি তারকা আতোঁয়ান গ্রিজমান। শততম ম্যাচ খেলার পর গ্রিজমান জানালেন, বার্সার সঙ্গে সম্পর্ক আরো দীর্ঘদিনের করতে চান তিনি। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-২ গোলের দারুণ জয়ের দিনে প্রথম একাদশে ছিলেন গ্রিজমান। ওই ম্যাচে স্পর্শ করেন ১০০ ম্যাচের মাইলফলক। ন্যু ক্যাম্প ছাড়ার সাম্প্রতিক গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপজয়ী এই তারকা জানালেন আরো ১০০ ম্যাচ খেলতে চান বার্সার জার্সিতে। বার্সার অফিসিয়াল ওয়েবসাইটে গ্রিজমান বলেছেন, ‘এই মাইলফলকে পৌঁছে আমি গর্বিত ও খুশি। আমি আশা করি আরো ১০০ ম্যাচ খেলতে পারব এবং এই ক্লাবের সঙ্গে ইতিহাস গড়তে আমার সর্বোচ্চটুকু দিয়ে যাব। আমি মাঠে ও মাঠের বাইরে দলকে সহায়তা করতে চাই, আক্রমণে ও রক্ষণে। বার্সায় আমি উপভোগ করতে চাই।’ গ্রিজমান লা লিগায় ৭৮টি, চ্যাম্পিয়নস লিগে ১৬টি ও কোপা দেল রেতে ৯ ও স্প্যানিশ সুপার কাপে তিন ম্যাচ খেলেছেন। ২০১৯ সালে অ্যাটলেটিকো থেকে যোগ দেওয়ার পর তার গোল ৩৫টি।

আরও পড়ুন
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’