January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 6th, 2025, 7:58 pm

বেরোবির ছাত্র সংসদ নির্বাচন

রংপুর ব্যুরো: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সমিতি বা ইউনিয়নের নির্বাচন আয়োজন স্থগিত থাকবে। সবার আগে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হবে। গত শনিবার রাতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সংগঠনের নেতাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত  সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অপরদিকে আবু সাঈদ হত্যাকান্ডে জড়িত ৭১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৯তম সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

উপাচার্য আরো জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত গঠনতন্ত্রের আলোকে শিক্ষার্থীদের বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।

তিনি আরো জানান, শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যেনো কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেই ব্যাপারে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। বিগত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে লেজুড় বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ থাকবে।

উপাচার্য বলেন, জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনের বিরোধীতা ও হামলার সঙ্গে জড়িত ৭১ শিক্ষার্থীকে শৃঙ্খলা কমিটির সুপারিশক্রমে বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় আনা হয়েছে। এর মধ্যে যাদের ছাত্রত্ব শেষ এমন ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, ৩৩ জনকে দুই সেমিস্টার বহিস্কার এবং ২৩ জনকে এক সেমিস্টারের জন্য বহিস্কার করা হয়েছে।

একই ঘটনায় জড়িত ৯ শিক্ষক, কমকর্তা ও কর্মচারীসহ পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়া সাবেক প্রক্টরকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারণ দর্শানো পত্রের জবাব না দেওয়ায় তাদের বিরুদ্ধে সরকারী কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধিমালা ২০১৮ মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে সভায় অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।