October 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 23rd, 2025, 6:08 pm

বাসাইলে দানবীর সালাউদ্দিন আলমগীরের ছাতা বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে লাবিব গ্রুপের চেয়ারম্যান দানবীর খ্যাত সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে উপহার হিসেবে ছাতা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে বাসাইল পৌরসভা ও বাসাইল সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা প্রায় এক হাজার মানুষের মাঝে এসব ছাতা বিতরণ করা হয়। সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম এসব ছাতা বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, ফুলকি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি নূরুল ইসলাম, বিএনপি নেতা মফিজ উদ্দিন মেম্বার, আলম মিয়া প্রমুখ। এরআগে উপজেলার কাশিল ইউনিয়ন, ফুলকি, কাউলজানী, কাঞ্চনপুর ও হাবলা ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের মাঝে উপহার হিসেবে ছাতা বিতরণ করা হয়।