টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর উপজেলায় লাবীব গ্রুপের চেয়ারম্যান দানবীর খ্যাত সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে দেড় লাখ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে ৩ হাজার অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের মধ্যদিয়ে এ কার্যক্রমের সমাপ্তি ঘটে।
জানা গেছে, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী লাবীব গ্রুপের চেয়ারম্যান দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে বাসাইল ও সখীপুর উপজেলার বিভিন্ন গ্রামের শীতার্তদের মাঝে দেড় লাখ কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এরপর গত ২৭ নভেম্বর সখীপুর উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মধ্যদিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে সখীপুর ও বাসাইল পৌরসভাসহ প্রত্যেকটি ইউনিয়নে এ কম্বল বিতরণ করা হয়। বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে ৩ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণের মধ্যদিয়ে এ কার্যক্রমের সমাপ্তি হয়েছে।
সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষে বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম বলেন, ‘সালাউদ্দিন আলমগীর রাসেল প্রায় ২৫ বছর ধরে বাসাইল ও সখীপুর উপজেলার বিভিন্ন এলাকার অসহায়-দুস্থ, কৃতি শিক্ষার্থী ও অসুস্থ মানুষের মাঝে আর্থিক অনুদান, হুইল চেয়ার এবং শীতার্তদের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। আজ বাসাইল ও সখীপুর উপজেলায় দেড় লাখ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের কার্যক্রম শেষ হল। এছাড়াও এ মাসেই প্রায় ২০ হাজার সোয়েটার ও টুপি বিতরণ করা হবে।

আরও পড়ুন
বেগম খালেদার জিয়ার সুস্থতা কামনায় শাহজাহানপুরে মসজিদে মসজিদে দোয়া মাহফিল
হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
১৪ ডিসেম্বর জয়পুরহাট হানাদার মুক্ত দিবস