চট্টগ্রাম থেকে বেনাপোলগামী একটি গ্রীন লাইন পরিবহনের সিটের নীচে পরিত্যক্ত অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০ টার দিকে পরিবহনটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে ওই পরিবহনে তল্লাশি চালিয়ে ৭৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি সদস্যরা। যার সিজার মূল্য ৬৬ লাখ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী স্বর্ণ জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানতে পারি চট্টগ্রাম থেকে বেনাপোলগামী গ্রীন লাইন নামের পরিবহনে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের জন্য বেনাপোলের উদ্দেশ্যে আসছে। পরিবহনটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে তাতে তল্লাশি চালিয়ে সিটের নীচ থেকে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় স্বর্ণের কোন মালিক সনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
—-ইউএনবি
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫