অনলাইন ডেস্ক :
স্পষ্টভাষী হিসেবে পরিচিত বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। যেটা বিশ্বাস করেন, সেটা অকপটে বলে দেন। হোক তা সিনেমা সংক্রান্ত বিষয় কিংবা ব্যক্তিগত। সেই স্বরা এবার সরাসরি অভিযোগের আঙুল তুললেন বলিউড কিংয়ের প্রতি। দাবি করলেন, তার প্রেম-জীবন নষ্ট হওয়ার পেছনে দায়ী শাহরুখ খান! মিড-ডে’কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্বরা জানান, তিনি শৈশবে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমাটি দেখেছিলেন। এরপর তার ধারণা জন্মে, বাস্তব জীবনেও কোনও রাজ আসবে; তাকে ভালোবাসা দিয়ে জয় করে নেবে। কিন্তু অনেক পরে গিয়ে উপলব্ধি করেন, বাস্তব জীবনে আসলে কোনও রাজের অস্তিত্ব নেই! স্বরা মনে করেন, সম্পর্ক চালিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি খুব একটা সুবিধাজনক নন। তার ভাষ্য, ‘পুরুষদের ব্যাপারে আমি হাল ছেড়ে দিয়েছি। এখন আর কারও সঙ্গে মানিয়ে চলার শক্তি নেই।’ বর্তমানে নতুন সিনেমা ‘জাহাঁ চার ইয়ার’-এর প্রচারণায় ব্যস্ত স্বরা ভাস্কর। এটি চার নারীর বন্ধুত্বের গল্পে নির্মিত হয়েছে। নির্মাণ করেছেন বিনোদ বচ্চন। সিনেমাটিতে স্বরার সঙ্গে আরও অভিনয় করেছেন শিখা তালসানিয়া, মেহের ভিজ ও পূজা চোপড়া। আগামী শুক্রবার এটি মুক্তি পাবে। এর আগেও নারী বন্ধুত্ব নিয়ে সিনেমা করেছিলেন স্বরা। ২০১৮ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার নাম ‘ভিরে দে ওয়েডিং’। যেখানে স্ক্রিন শেয়ার করেন কারিনা কাপুর ও সোনম কাপুরের সঙ্গে। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!